Posts

Showing posts from August, 2021

‘Well done is better than well said.’

Image
Rasel Gazi  design   Faisal Lutpat A  gymnasium , also known as a gym, is a covered location for athletics. The word is derived from the ancient Greek gymnasium. ... "Gym" is also slang for "fitness centre", which is often an area for indoor recreation....... #DurbarBagerhat

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

Image
তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল। শহীদ শেখ কামালের হাত ধরেই স্বাধীন বাংলাদেশের তরুণদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ভিত্তি তৈরি হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন শেখ কামাল। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতাকে আটক করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পর মা-মাটি-মাতৃভূমির সম্ভ্রম রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের হাত ধরে স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের খেলাধুলার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন তিনি। খেলাধুলার প্রতি প্রচন্ড আবেগ থেকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ফুটবল জাগরণের ইতিহাস রচনা করেন শেখ কামাল । তিনি নিজেও ছিলেন একজন কৃতি ক্রীড়াবিদ। খেলতেন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল আর ভলিবল।  শুধু খেলাধুলা নয়- সঙ্গীত, বিতর্ক, অভিনয়, উপস্