Posts

Showing posts with the label তরমুজ

বারো মাসি তরমুজ! মাছের ঘেরে তরমুজের বাম্পার ফলন

Image
Durbar Bagerhat September 14, 2022 "বারো মাসি তরমুজ! মাছের ঘেরে তরমুজের বাম্পার ফলন" Read this blog! বাগেরহাট সদর উপজেলার বড় বাশবাড়িয়া গ্রামের আলকাস শেখ প্রথমবারের মতো তার মাছের ঘেরের পাড়ে বারোমাসি সবুজ তরমুজ চাষ করেছেন। অল্প সময় ও কম খরচে অধিক ফলন হওয়ায় লাভবান হবার আশা তার। গত জুনে ৬০০ তরমুজ বীজ রোপণ করেন আলকাস শেখ। মাত্র ৪ মাসের মাথায় সেপ্টেম্বর থেকে পরিপক্ক তরমুজ বিক্রি শুরু করেছেন তিনি। ৩ থেকে ৪ কেজি ওজনের প্রতিটি তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এবিষয়ে চাষি আলকাস শেখ বলেন, ৬০০ তরমুজ গাছ লাগিয়েছি। এতে ভালোই ফলন হয়েছে। এক একটি তরমুজের ওজন ৪ থেকে ৫ কেজি। ফলে আমি বেশ উপকৃত হয়েছি। আগামীতে আমি আরও ব্যাপক আকারে তরমুজ চাষ করার চেষ্টা করব। জেলার চারদিকে লবণ পানি হওয়ায় তরমুজের ফলন ভালো হচ্ছে। এলাকার অনেক কৃষক তার দেখাদেখি এ সুস্বাদু ও রসালো ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এবিষয়ে স্থানীয় এক কৃষক বলেন, ঝুলন্ত তরমুজ দেখতে বেশ ভালো লাগে। তরমুজের ফলনও ভালো হয়েছে। এর পাশাপাশি খেতেও বেশ মিষ্টি। এছাড়া অসময়ের তরমুজগুলোর দামও ভালো। বাজারে এক একটি তরমুজ বিক্রি করে ২০০ থ