Posts

Showing posts from September, 2022

Exploring Bagerhat, Bangladesh's Historic Mosque Town

Image
ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট (ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ) "বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ শহর বাগেরহাটের উপকণ্ঠে, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে অবস্থিত, এই প্রাচীন শহরটি, পূর্বে খলিফাতাবাদ নামে পরিচিত, 15 শতকে তুর্কি সেনাপতি উলুগ খান জাহান প্রতিষ্ঠিত করেছিলেন। শহরের অবকাঠামো যথেষ্ট প্রযুক্তিগত দক্ষতা প্রকাশ করে এবং একটি ব্যতিক্রমী সংখ্যক মসজিদ এবং প্রাথমিক ইসলামিক স্মৃতিস্তম্ভ, অনেকগুলি ইটের তৈরি, সেখানে দেখা যায়।" সংক্ষিপ্ত সংশ্লেষণ বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ শহরটি বর্তমান বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত মধ্যযুগীয় শহরের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে অবস্থিত। প্রাচীন শহর, পূর্বে খলিফাতাবাদ নামে পরিচিত, পুরানো ভৈরব নদীর দক্ষিণ তীরে বিস্তৃত ছিল এবং খ্রিস্টপূর্ব 15 শতকে বিকাশ লাভ করেছিল। 50 কিমি 2 পর্যন্ত বিস্তৃত এই মহিমান্বিত শহরটিতে বাংলার মুসলিম স্থাপত্যের বিকাশের প্রাথমিক সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য কিছু ভবন রয়েছে। এর মধ্যে রয়েছে 360টি মসজিদ, পাবলিক বিল্ডিং, সমাধি, সেতু, রাস্তা, জলের ট্যাঙ্ক এ

বারো মাসি তরমুজ! মাছের ঘেরে তরমুজের বাম্পার ফলন

Image
Durbar Bagerhat September 14, 2022 "বারো মাসি তরমুজ! মাছের ঘেরে তরমুজের বাম্পার ফলন" Read this blog! বাগেরহাট সদর উপজেলার বড় বাশবাড়িয়া গ্রামের আলকাস শেখ প্রথমবারের মতো তার মাছের ঘেরের পাড়ে বারোমাসি সবুজ তরমুজ চাষ করেছেন। অল্প সময় ও কম খরচে অধিক ফলন হওয়ায় লাভবান হবার আশা তার। গত জুনে ৬০০ তরমুজ বীজ রোপণ করেন আলকাস শেখ। মাত্র ৪ মাসের মাথায় সেপ্টেম্বর থেকে পরিপক্ক তরমুজ বিক্রি শুরু করেছেন তিনি। ৩ থেকে ৪ কেজি ওজনের প্রতিটি তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এবিষয়ে চাষি আলকাস শেখ বলেন, ৬০০ তরমুজ গাছ লাগিয়েছি। এতে ভালোই ফলন হয়েছে। এক একটি তরমুজের ওজন ৪ থেকে ৫ কেজি। ফলে আমি বেশ উপকৃত হয়েছি। আগামীতে আমি আরও ব্যাপক আকারে তরমুজ চাষ করার চেষ্টা করব। জেলার চারদিকে লবণ পানি হওয়ায় তরমুজের ফলন ভালো হচ্ছে। এলাকার অনেক কৃষক তার দেখাদেখি এ সুস্বাদু ও রসালো ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এবিষয়ে স্থানীয় এক কৃষক বলেন, ঝুলন্ত তরমুজ দেখতে বেশ ভালো লাগে। তরমুজের ফলনও ভালো হয়েছে। এর পাশাপাশি খেতেও বেশ মিষ্টি। এছাড়া অসময়ের তরমুজগুলোর দামও ভালো। বাজারে এক একটি তরমুজ বিক্রি করে ২০০ থ

২০১ গম্বুজ মসজিদ

Image
২০১ গম্বুজ মসজিদ ২০১ গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে। ২০১৩ সালের জানুয়ারি এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১০০ কোটি টাকা। নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাযের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিন পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও ৪৫১ ফুট মিনার! বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যেগে নির্মাণাধীন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই ২০১ গম্বুজ