Skip to main content

Posts

Showing posts with the label lyrics

সেই নীলাঞ্জনা–ডঃ সৌমিক দাস

“সেই নীলাঞ্জনা”  কথা  ডঃ  সৌমিক দাস  ……………………………… সবে ধন নীলমণি  আমিই বাবার, আরেকটা পরিচয় বদ্ধ বেকার! আমার প্রেমিকা আছে সবারই তো থাকে, বিয়েটা হয়নি আজও কে খবর রাখে। চাকরিটা যেন হয় সরকারি পাকা, মেয়ের বাপের চাই এটুকুই কাকা… এদিকে আমার জোড়া শুকতলা ধার; সরকারি চাকরি, জুটলনা আর দিয়েছি SSC; করেছি ক্লিয়ার। কারা যেন ক্যাশ গুঁজে, হয়ে গেল পার। আমি তাই ফ্যা ফ্যা করি রোজ পথে ঘাটে ফ্রী টাইমে পা দোলাই  সিঙ্গেল খাটে ভাবছি পাড়ার মোড়ে চপটপ ভাজি শ্বশুরকে দিদি ঠিক করে নেবে রাজি কত বেঞ্চ কত পার্ক  কত সিনেমা তুমি তো আমার  সেই নীলাঞ্জনা পাড়াতেই আছে  জনা পঞ্চাশ ছেলে জোটেনি চাকরি তারা দাঁড়িয়ে প্যারোলে সবাই ভাজলে চপ হেবি কেলো হবে কেই বা ভাজবে আর কে কিনে খাবে তাই ভাবি কাশফুলে বালিশ বানাই কম্পিটিশন কম  চলবে এটাই সব গুদামেই হেবি গালাগাল দিয়ে  আমায় পাগল বলে দিল যে তাড়িয়ে দিদিকে বলো'তে ফোন করেছি তো আজই দিদি ঠিক শ্বশুরকে করে নেবে রাজি কত বেঞ্চ কত পার্ক  কত সিনেমা তুমি তো আমার  সেই নীলাঞ্জনা...