Skip to main content

Posts

Showing posts with the label morelgong

পঙ্গুত্বের কাছে হার মানেনি সুমাইয়া

পঙ্গুত্বের কাছে হার মানেনি সুমাইয়া ! অটুট মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুমাইয়া। by Durbar Bagerhat on July 04 জন্ম থেকে দুই পা নেই। তাতে কি হয়েছে, অটুট মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কলেজ পড়ুয়া সুমাইয়া। মায়ের কোলে চড়ে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে অধ্যায়নরত সুমাইয়া স্বপ্ন দেখছেন চাকরী করে হতদরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর। সুমাইয়ার বসতঘর ও সরকারি চাকরীর জন্য সহায়তার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যান্ত কচুবুনিয়া গ্রামের রিপন হাওলাদের মেয়ে সুমাইয়া (২২)। জন্ম থেকে দুই পা না থাকা সুমাইয়ার জীবন সংগ্রামের গল্প হার মানায় সিনেমাকেও। সকালে কলেজে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নেয় দুই পা না থাকা সুমাইয়া। এরপর ব্যাগ গুছিয়ে মায়ের কোলে চড়ে সুমাইয়ার যাত্রা কলেজের উদ্দেশ্যে। সাকোঁ ও সড়ক পথে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌছায় কলেজে। মেয়েকে কোলে নিয়ে মা যখন বেঞ্চে বসিয়ে দেয় সহপাঠিদের সাথে তখন খুনসুটিতে মেতে উঠে সুমাইয়া। তবে মেয়ের স্বপ্ন পূরণ করতে বর্গা চাষি বাবা আজ-অবধি তৈরি করতে পারেননি থ...