Skip to main content

Posts

Showing posts with the label আশ্রযণ প্রকল্প

বদলে যাওয়ার গল্প : Story of change - Durbar Bagerhat

আগামী ২৬ এপ্রিল ২০২২ সারাদেশে ওসমানের মতো প্রায় ৩৩ হাজার পরিবার পাচ্ছে তাদের ঈদ উপহার দুই শতক জমিসহ দুইকক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর। জয় বাংলা। জয়তু শেখ হাসিনা। বদলে যাওয়ার গল্প: (১) নাম- ওসমান গনি, স্ত্রী- ফিরোজা বেগম বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ওসমান গণি। পিতা মৃত ইব্রাহিম শেখ। বাবা গোবিন্দপুর গ্রামে পরের জমিতে থেকে ডালা বুনতেন। ছোট বেলায় তিন ভাই বোনের সংসার চালাতে বাবার খুব কষ্ট হত। ১০ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর জীবন হয়ে পড়ে আরো দু্র্বিষহ। আজ এক বাড়ী তো কাল অন্য বাড়ি থাকতে হত। নিরূপায় হয়ে চট্টগ্রাম চলে যায় জীবনের সাথে সংগ্রম করতে করতে। ফুটপাতে ঘুমাত। মাঝে মাঝে মাছ ধরত। চট্টগ্রামে দীর্ঘ ১৮ বছর থেকে আবার নাড়ীর টানে তার জন্মস্থানে চলে আসে। বিয়ে করে উত্তর খানপুরে বসবাসরত কাছেম মোল্লার মেয়ে ফিরোজাকে। শ্বশুরেরও কোন জায়গা জমি ছিল না। দরিদ্র পরিবারে বিয়ে করে কোথাও থাকার মত জমি নাই। জৌখালী নদীর পাড়ে ঘর বেধে থাকত আর নদীতে মাছ ধরে কোন রকম জীবন চালাতে থাকে। বছর খানের আগে লোকমুখে শুনতে পারে যে মানানীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের জমিসহ ঘর প্রদান করছেন। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন ...