Posts

Showing posts from August, 2022

'ফেইসবুক একাউন্ট নিরাপদ রাখতে জেনে রাখা উচিত'

Image
ফেইসবুক একাউন্ট নিরাপদ রাখতে জেনে রাখা উচিত Photo ছোটখাটো কিছু বিষয়ে সচেতন থাকলে আপনি অনলাইনে সেইফ থাকতে পারবেন একেবারেই সহজে। ১। কোনোভাবেই ফিশিং ওয়েবসাইটে ফেইসবুক একাউন্টের তথ্য দেয়া যাবে না। অর্থাৎ Log in করার সময় ভালো করে দেখে নিবেন এড্রেস বারে https://www.facebook.com / বা https://m.facebook.com / দিয়ে ওয়েব এড্রেস শুরু হয়েছে কিনা। ২। তুলনামূলক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে বিভিন্ন ধরণের অক্ষর এর কম্বিনেশন থাকে সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার এর কম্বিনেশন রাখা যায়৷ যেমনঃ 7882A@#jTu ৩। ফোন নাম্বার অথবা google authenticator দিয়ে ফেইসবুক একাউন্টের সিকিউরিটি অপশন থেকে 2 Factor Authentication (2FA) চালু রাখুন। ৪। সাইবার ক্যাফে/অন্য কারও ডিভাইসে একাউন্ট লগইন করার ক্ষেত্রে ব্রাউজারের গেস্ট মুডে গিয়ে লগইন করবেন। photo 2 ৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেঃ অবিশ্বস্তত কোনো ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার বা কোনো ক্র‍্যাক সফটওয়্যার ইনস্টল করলে সব কিছু হ্যাক হবার ঝুকি থাকে। তখন সাথে ফেইসবুক একাউন্ট ও হ্যাক হতে পারে। ৬৷ কম্পিউটারের ক্ষেত্রে কোনো ওয়েবপেইজ/ইমেইল বা লিংক ভিজিট এর সময় ক্লিক

শোকাবহ আগস্ট শুরু

Image
‘শোকাবহ বেদনাদায়ক আগস্ট’ শোকের মাস আগস্ট মাস। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্ত