'ফেইসবুক একাউন্ট নিরাপদ রাখতে জেনে রাখা উচিত'




ফেইসবুক একাউন্ট নিরাপদ রাখতে জেনে রাখা উচিত

Photo




ছোটখাটো কিছু বিষয়ে সচেতন থাকলে আপনি অনলাইনে সেইফ থাকতে পারবেন একেবারেই সহজে।


১। কোনোভাবেই ফিশিং ওয়েবসাইটে ফেইসবুক একাউন্টের তথ্য দেয়া যাবে না। অর্থাৎ Log in করার সময় ভালো করে দেখে নিবেন এড্রেস বারে https://www.facebook.com/ বা https://m.facebook.com/ দিয়ে ওয়েব এড্রেস শুরু হয়েছে কিনা।


২। তুলনামূলক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে বিভিন্ন ধরণের অক্ষর এর কম্বিনেশন থাকে সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার এর কম্বিনেশন রাখা যায়৷ যেমনঃ 7882A@#jTu


৩। ফোন নাম্বার অথবা google authenticator দিয়ে ফেইসবুক একাউন্টের সিকিউরিটি অপশন থেকে 2 Factor Authentication (2FA) চালু রাখুন।


৪। সাইবার ক্যাফে/অন্য কারও ডিভাইসে একাউন্ট লগইন করার ক্ষেত্রে ব্রাউজারের গেস্ট মুডে গিয়ে লগইন করবেন।

photo 2



৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেঃ অবিশ্বস্তত কোনো ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার বা কোনো ক্র‍্যাক সফটওয়্যার ইনস্টল করলে সব কিছু হ্যাক হবার ঝুকি থাকে। তখন সাথে ফেইসবুক একাউন্ট ও হ্যাক হতে পারে।


৬৷ কম্পিউটারের ক্ষেত্রে কোনো ওয়েবপেইজ/ইমেইল বা লিংক ভিজিট এর সময় ক্লিক করার আগে ভালো করে দেখবেন। কিছু ওয়েবসাইটে ভিজিট করলেই অটোমেটিক সফটওয়্যার ডাউনলোড হয়ে যায় এবং তা অটো রান হবার চেষ্টা করে।


৭৷ কম্পিউটার ডিভাইসের ক্ষেত্রে বিশেষ করে উইন্ডোজ এর ক্ষেত্রে কিছু প্রোগ্রাম রান করার সময় তখন allow করলে yes চাপতে বলে। তখন কিছু সময় ইউজার এডমিন পাসওয়ার্ড দিতে বলে তাই allow করা অথবা পাসওয়ার্ড দিয়ে পার্মিট দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।


৮। বিভিন্ন লোভনীয় অফার পেয়ে ব্রাউজারের জন্য ক্রোম/মজিলা সহ বিভিন্ন ব্রাউজারে টেস্টিং করব/অন্যান্য কারণে কোনো অবিশ্বস্ত সোর্স থেকে টুল বা এডন ডাউনলোড করা বা ইনস্টল করা থেকে বিরত থাকা উচিত। এই উপায়ে আধুনিক হ্যাকাররা অনেকের অনেক ধরণের একাউন্টই হ্যাক করে থাকে।


৯। সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। যেমনঃ আপনি টুইটার/ইনস্টাগ্রামে/বা example.com এ যেই পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড আপনার ফেইসবুক একাউন্টে না দেয়াই ভালো। কিছুটা পরিবর্তন হলেও রাখা উচিত। এতে অন্য ওয়েবসাইট থেকে আপনার পাসওয়ার্ড কেউ বুঝতে পারলেও ফেইসবুকের টা বুঝতে পারবে না। তাছাড়াও, আপনার কোনো পাসওয়ার্ড ই কারও সাথে শেয়ার করা উচিত নয়। শেয়ার করলে তার পক্ষে আপনার নতুন পাসওয়ার্ড বা ফেইসবুকের পাসওয়ার্ড ও ধারণা করা সহজতর হবে।


১০। পাসওয়ার্ড ব্রাউজারেই সেইভ না করে রাখা উচিত। যদি কেউ গুগল একাউন্টে সেইভ করেন, তাহলে তার এটা মনে রাখতে হবে, কেউ যদি কোনোভাবে জিমেইল একাউন্ট হ্যাক করে নেয়, তখন হ্যাকার চাইলেই অন্যান্য সকল একাউন্টই হ্যাক করতে পারবে। তাই পাসওয়ার্ড সেইভ করা গুগল একাউন্টের নিরাপত্তা দেয়া অতীব জরুরি। অন্যথায় কোথাও (ব্রাউজার/একাউন্ট) পাসওয়ার্ড সেইভ না রাখাই ভালো।






ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করুন।
Learn more news:


শোকাবহ আগস্ট শুরু


Everything comes together, right now the phone-1 launch



সোনার বাংলা গড়ার অদম্য স্বপ্নে ক্লান্তিহীন - শেখ তন্ময়

Comments

Popular posts from this blog

Once Again Sheikh Hasina

The Bright Future of Bangladesh with Sheikh Hasina

Meta AI Systems that Generate Images