Posts

Showing posts from June, 2021

হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি।

Image
নিজের ৩৪ তম জন্মদিনে, বাগেরহাটবাসীর জন্য জননেতা শেখ তন্ময় ভাইয়ের উপহার। Bagerhat Oxygen Bank #SheikhTonmoy

হটলাইনে ফোন করি- নমুনা সনাক্তকারী যাবে আপনার বাড়ি, শেখ তন্ময় এমপি

Image
করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ রোগীদের সুস্থ স্বাভাবিক রাখতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ  তন্ময়ের উদ্যোগে, ০১৪০০৩০৫৪০৫ নাম্বারে ফোন করি... নমুনা সনাক্তকারী যাবে আপনার বাড়ী। পরিচালনায়ঃ স্বাস্থ্য বিভাগ বাগেরহাট। 

ভুল তথ্যে বিচলিত হবেন না

Image

বাগেরহাটের ৪৩৪ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর ...

Image

৭ জুন ঐতিহাসিক ৬দফা দিবস

Image
    বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ই জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিন বাঙালির মুক্তির সনদ ৬-দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। শহীদের রক্তে ৬-দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র; রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ। পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬-দফা দাবী উত্থাপন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে ৬-দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন এবং বাংলার আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের সামনে ৬-দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলার সর্বস্তরের জনগণ এই ৬-দফা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে এবং ৬-দফার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। ৬-দফা হয়ে ও

সেই সাদাসিধা মানুষটা আজ আগুনমুখী লৌহ মানবী শেখ হাসিনা

Image
আগুনমুখী লৌহ মানবী শেখ হাসিনা Sheikh Hasina মাঝে বিরক্ত লাগে হাসিও পায়, যখন মুড়ি মুড়কির একদর দেখি! শেখ হাসিনার লগে খালেদা জিয়ার তুলনা!! কই যাইতাম। শুরু করছিলো নরজুল স্যার। একাত্তর নিয়া টান দিয়া বুঝাইতে চাইছে হাসিনা-খালেদা পাকিস্তানী বন্দিদশায় নাকি সমান নির্যাতিত! শেখ পরিবাররে বন্দী রাখা হইছে ধানমন্ডি ১৮তে একটা বাড়িতে। সেই বাড়ি থেকে আগস্টে পালাইলেন শেখ জামাল মুক্তিযুদ্ধে যোগ দিতে। তারপর কড়া প্রহরা। পিপড়াও গলতে পারে না। খাবার বলতে বিস্কুট রুটি, পানি। সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিতে হাসিনা যখন হাসপাতালে, বেগম ফজিলাতুন্নেসারেও পাশে থাকতে দেয় নাই তারা। এসবই স্পষ্ট লিপিবদ্ধ আছে বেগম সুফিয়া কামালের একাত্তরের ডায়েরিতে। উঠে আসছে নানা স্মৃতিকথায়। বেগম জিয়া আটক হন জুনের প্রথম সপ্তাহে। অন্য অনেক অফিসারের স্ত্রীদের মতো তারে রাখা হয় ক্যান্টনমেন্টে। জিয়া মুক্তিযোদ্ধাদের দল পাঠাইছেন তারে উদ্ধার করে আনতে, খালেদা জিয়া আসেন নাই। এসব ডকুমেন্টেড। ১৭ ডিসেম্বর ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করা হয় তারে বাকিদের সঙ্গে। একই দিন মিত্রবাহিনীর মেজর অশোক তারা উদ্ধার করেন শেখ পরিবারকেও। জিয়া ঘরে তুলতে চান নাই খাল