Skip to main content

Posts

Showing posts with the label live Test

লাইভ করোনা ঝুঁকি টেস্ট

cartoon male doctor with sword and shield করোনা ভাইরাস কোভিড ১৯ ঝুঁকি পরীক্ষা   Ø   স্বাগতম। এই টুলটির সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হবার ঝুঁকিতে আছেন কি ’ না , তা নিজেই মূল্যায়ন করতে পারবেন এবং ঝুঁকির মাত্রা ও করনীয় সম্পর্কেও জানতে পারবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তর এর বিশেষজ্ঞদের সহায়তায় এটি পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে। তবে , এই সফটওয়ার থেকে প্রাপ্ত ফলাফলকে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। সফটওয়্যারে আপনার প্রদান করা তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে। টেস্ট শুরু করুন   করোনা ভাইরাস কোভিড ১৯ ঝুঁকি পরীক্ষা পরীক্ষামূলক ভাবে চালু হওয়া এই সফটওয়্যার এর সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা , তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। ব্যবহারকারীদের স্বপ্রণোদিত তথ্য প্রদান , ভবিষ্যৎ করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ , বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তিতে ব্যাবহার করা হবে । ঘরে বসে খুব সহজেই এই টুলটির...