Posts

Showing posts with the label song

সেই নীলাঞ্জনা–ডঃ সৌমিক দাস

Image
“সেই নীলাঞ্জনা”  কথা  ডঃ  সৌমিক দাস  ……………………………… সবে ধন নীলমণি  আমিই বাবার, আরেকটা পরিচয় বদ্ধ বেকার! আমার প্রেমিকা আছে সবারই তো থাকে, বিয়েটা হয়নি আজও কে খবর রাখে। চাকরিটা যেন হয় সরকারি পাকা, মেয়ের বাপের চাই এটুকুই কাকা… এদিকে আমার জোড়া শুকতলা ধার; সরকারি চাকরি, জুটলনা আর দিয়েছি SSC; করেছি ক্লিয়ার। কারা যেন ক্যাশ গুঁজে, হয়ে গেল পার। আমি তাই ফ্যা ফ্যা করি রোজ পথে ঘাটে ফ্রী টাইমে পা দোলাই  সিঙ্গেল খাটে ভাবছি পাড়ার মোড়ে চপটপ ভাজি শ্বশুরকে দিদি ঠিক করে নেবে রাজি কত বেঞ্চ কত পার্ক  কত সিনেমা তুমি তো আমার  সেই নীলাঞ্জনা পাড়াতেই আছে  জনা পঞ্চাশ ছেলে জোটেনি চাকরি তারা দাঁড়িয়ে প্যারোলে সবাই ভাজলে চপ হেবি কেলো হবে কেই বা ভাজবে আর কে কিনে খাবে তাই ভাবি কাশফুলে বালিশ বানাই কম্পিটিশন কম  চলবে এটাই সব গুদামেই হেবি গালাগাল দিয়ে  আমায় পাগল বলে দিল যে তাড়িয়ে দিদিকে বলো'তে ফোন করেছি তো আজই দিদি ঠিক শ্বশুরকে করে নেবে রাজি কত বেঞ্চ কত পার্ক  কত সিনেমা তুমি তো আমার  সেই নীলাঞ্জনা...

বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন

Image
বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন logo বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে পড়েছে। ডাউনডিটেক্টরের তথ্যানু্যায়ী, সারাবিশ্বে এইসমস্যা দেখা যাচ্ছে। ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, কিছু মানুষ আমাদের অ্যাপ এবং সেবাগুলো অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছে বলে জেনেছি। আমরা যতো তাড়াতাড়ি সম্ভব সেবাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি এবং অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে সমস্যার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি ফেসবুক। সোমবার (০৪ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশে ফেসবুক ডাউন দেখা যায়। ‍উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড উই উইল গেট ফিস্কড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। ’বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার গ্লোবালি ডাউন হয়েছে। এই তিনটি মাধ্যম ফেসবুকের স্বত্বাধিকারী এবং ওয়েব ব্রাউজার এবং স্মার্টফোন অ্যাপ থেকে প্রবেশ করা যাচ্ছে না বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। ওয়েবসাইট ব্রাউজারের সমস্যা ট্রাককারী ডাউনডিটেক্টর হোয়াটসঅ্যাপ

Tomay Khuji Tomay Bhabi O Tumi Kothay Railare

https://durbarbagerhat.blogspot.com