বাগেরহাটে আওয়ামী যুবলীগের তিনটি কমিটি গঠন জেলার দুইটি উপজেলা ও একটি পৌরসভার আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন ও ফারুক তালুকদার নতুন তিনটি আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। বাগেরহাট সদর উপজেলায় সাবেক জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের আহবায়ক সদস্য লিটন সরকারকে আহবায়ক ও কাজী জাহিদ সরোয়ার টিটুকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কচুয়া উপজেলায় শেখ মনিরুজ্জামান ঝুমুকে আহবায়ক এবং আলী হাসান সুজন ও সিকদার সুজাউদৌলা কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অন্যদিকে বাগেরহাট পৌরসভায় শেখ হুমায়ুন কবির পলি কে আহবায়ক ও দেবাশীয় দাম কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। নব ঘোষিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড , ইউনিয়ন শাখার সম্মেলন করতে বলা হয়েছে। জেলা আওয়ামী যুবলীগেরর আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন, যুবলীগকে আরও সুসংগঠিত করতে হবে। নতুন কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভবে পালন করবে বলে আশা ব্...
Welcome to Durbar Bagerhat! Explore insightful articles, tips, and stories on travel, technology, lifestyle, and Bagerhat news. Stay updated with the latest trends, guides, and personal experiences. Join our community for engaging content and valuable insights. Your go-to destination for all things Bagerhat and beyond!