আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির বাকি সদস্যদের নাম আজ শনিবার ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবারই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছিলেন। পরে আজ শনিবার দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পূর্ণাঙ্গ কমিটি মিডিয়ায় পাঠানো হয়। এই কমিটি অনুযায়ী উপদেষ্ট পরিষদে রয়েছেন: ডা: এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত (এমপি), আমির হোসেন আমু (এমপি) তোফায়েল আহমেদ (এমপি), সুরঞ্জিত সেনগুপ্ত (এমপি), আলহাজ মো. ইসহাক মিঞা, অ্যাডভোকেট মো. রহমত আলী (এমপি), এইচটি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু (এমপি), ড. মহীউদ্দীন খান আলমগীর (এমপি), ব্যারিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড: আব্দুল খালেক, প্রফেসর ডা. রুহুল হক (এমপি), কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম...
Welcome to Durbar Bagerhat! Explore insightful articles, tips, and stories on travel, technology, lifestyle, and Bagerhat news. Stay updated with the latest trends, guides, and personal experiences. Join our community for engaging content and valuable insights. Your go-to destination for all things Bagerhat and beyond!