২০১ গম্বুজ মসজিদ


২০১ গম্বুজ মসজিদ



২০১ গম্বুজ মসজিদ



বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে। ২০১৩ সালের জানুয়ারি এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১০০ কোটি টাকা। নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাযের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে।


টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিন পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও ৪৫১ ফুট মিনার! বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যেগে নির্মাণাধীন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই ২০১ গম্বুজ মসজিদে থাকবে সুনিপুণ ইসলামিক কারুকার্য, ভিতর বাইরে মিলিয়ে ১৫ হাজার মুসুল্লি একসাথে নামায আদায় করার সুবিধা, মসজিদের পশ্চিমের দেয়ালে অংকিত থাকবে সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ! দাড়িয়ে বা বসেই সম্পূর্ণ কোরআন শরীফ তেলওয়াত করা যাবে এজন্য আলাদা কোরআন শরীফ নিয়ে মসজিদে প্রবেশ করার দরকার হবেনা। ২০১ গম্বুজ মসজিদের প্রধান দরজায় থাকবে মহান আল্লাহর ৯৯টি যা নির্মাণে ৫০ মন পিতলের ব্যবহার করা হবে। আযান প্রচারের জন্য মসজিদের পাশেই নির্মাণাধীন ইটের তৈরি বাংলাদেশের সবচাইতে উচু ৪৫১ ফুট (৫৭ তলা) উচ্চতার মিনার, মিনারটি নামকরন করা হবে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিনার,এ ছাড়াও আরো আলাদা ৮টি মিনার থাকবে মসজিদটির উপরে, মসজিদের পাশেই নির্মাণ করা হয়েছে আলাদা ভবন, এখানে থাকবে দুঃস্থ মহিলাদের বিনামুল্যে মাতৃ সদন হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তথ্য প্রযুক্তি এবং কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, বিদেশী মেহমানদের জন্য থাকার জন্য ডাকবাংলো ও তাদের জন্য বিনামুল্যে খাবার দাবার পরিবেশন করা

Get paid to share your links!





২০১ গম্বুজ মসজিদ drone view



১৫ বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন, যেখানে থাকবে দুঃস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুঃস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা।
ঠিকানা: South Pathalia Jhawail, Chatutia Rd, 1991




খোলা থাকার সময়সূচি:
২৪ ঘণ্টা খোলা


ফোন নম্বর: 01753-895568



অনুমোদন: ইসলাম উইকিমিডিয়া ফাউন্ডেশন


ধারণক্ষমতা: ১৫,০০০


অবস্থান: টাঙ্গাইল, বাংলাদেশ


গম্বুজের ব্যাস (বাহ্যিক): ৮১ ফুট (২৫ মি) (মূল গম্বুজ); ১৭ ফুট (৫.২ মি) (অন্যান্য গম্বুজ)


দৈর্ঘ্য: ১৪৪ ফুট (৪৪ মি)


মিনার:


শাখা/ঐতিহ্য: সুন্নি
ওয়েবসাইট: https://201gombujmasjid.org

References Islam, Saiful (21 December 2015). বিশ্বরেকর্ড সৃষ্টিকারী মসজিদ টাঙ্গাইলে [World Record Mosque Tangail]. Daily Naya Diganta. "About us". 201 Gombuj Masjid. Retrieved 30 August 2017.




৩,১৫০টি Google পর্যালোচনা




Religious center with 8 colorful minarets & 201 golden domes, plus space for 15,000 devotees. - Google

#mosque

#tangail

#bangladesh

#bigmosque

#muslim

#gombuj

#allaha
Category: Islam in Bangladesh, Mosques by country, List of mosques in Bangladesh, Mosques in Dhaka, Mosques in Chittagong





Get paid to share your links!

Comments

Popular posts from this blog

Once Again Sheikh Hasina

The Bright Future of Bangladesh with Sheikh Hasina

Meta AI Systems that Generate Images