বাগেরহাটে - যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ বুধবার সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের শুভ সূচনা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা শাহনেওয়াজ দোলন .ফারুক তালুকদার, পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির পলিসহ দলের নেতাকর্মী ও সমর্থকরা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং অন্ধ মানুষের মধ্যে সাদা ছড়ি বিতরণ করে জেলা যুবলীগ।

বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, আন্দোলন সংগ্রামে যুবলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে।

দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং অন্ধ মানুষের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি।

faisalphotographyr.blogspot.com

Comments

Popular posts from this blog

Google I/O 2025: What to Expect - AI, Android, Pixel & Beyond!

CHATGPT‑5 is here: Features, use cases, and how to get started

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?