আগুনমুখী লৌহ মানবী শেখ হাসিনা Sheikh Hasina মাঝে বিরক্ত লাগে হাসিও পায়, যখন মুড়ি মুড়কির একদর দেখি! শেখ হাসিনার লগে খালেদা জিয়ার তুলনা!! কই যাইতাম। শুরু করছিলো নরজুল স্যার। একাত্তর নিয়া টান দিয়া বুঝাইতে চাইছে হাসিনা-খালেদা পাকিস্তানী বন্দিদশায় নাকি সমান নির্যাতিত! শেখ পরিবাররে বন্দী রাখা হইছে ধানমন্ডি ১৮তে একটা বাড়িতে। সেই বাড়ি থেকে আগস্টে পালাইলেন শেখ জামাল মুক্তিযুদ্ধে যোগ দিতে। তারপর কড়া প্রহরা। পিপড়াও গলতে পারে না। খাবার বলতে বিস্কুট রুটি, পানি। সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিতে হাসিনা যখন হাসপাতালে, বেগম ফজিলাতুন্নেসারেও পাশে থাকতে দেয় নাই তারা। এসবই স্পষ্ট লিপিবদ্ধ আছে বেগম সুফিয়া কামালের একাত্তরের ডায়েরিতে। উঠে আসছে নানা স্মৃতিকথায়। বেগম জিয়া আটক হন জুনের প্রথম সপ্তাহে। অন্য অনেক অফিসারের স্ত্রীদের মতো তারে রাখা হয় ক্যান্টনমেন্টে। জিয়া মুক্তিযোদ্ধাদের দল পাঠাইছেন তারে উদ্ধার করে আনতে, খালেদা জিয়া আসেন নাই। এসব ডকুমেন্টেড। ১৭ ডিসেম্বর ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করা হয় তারে বাকিদের সঙ্গে। একই দিন মিত্রবাহিনীর মেজর অশোক তারা উদ্ধার করেন শেখ পরিবারকেও। জিয়া ঘরে তুলতে চান নাই খাল...