ফেইসবুক একাউন্ট নিরাপদ রাখতে জেনে রাখা উচিত Photo ছোটখাটো কিছু বিষয়ে সচেতন থাকলে আপনি অনলাইনে সেইফ থাকতে পারবেন একেবারেই সহজে। ১। কোনোভাবেই ফিশিং ওয়েবসাইটে ফেইসবুক একাউন্টের তথ্য দেয়া যাবে না। অর্থাৎ Log in করার সময় ভালো করে দেখে নিবেন এড্রেস বারে https://www.facebook.com / বা https://m.facebook.com / দিয়ে ওয়েব এড্রেস শুরু হয়েছে কিনা। ২। তুলনামূলক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে বিভিন্ন ধরণের অক্ষর এর কম্বিনেশন থাকে সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার এর কম্বিনেশন রাখা যায়৷ যেমনঃ 7882A@#jTu ৩। ফোন নাম্বার অথবা google authenticator দিয়ে ফেইসবুক একাউন্টের সিকিউরিটি অপশন থেকে 2 Factor Authentication (2FA) চালু রাখুন। ৪। সাইবার ক্যাফে/অন্য কারও ডিভাইসে একাউন্ট লগইন করার ক্ষেত্রে ব্রাউজারের গেস্ট মুডে গিয়ে লগইন করবেন। photo 2 ৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেঃ অবিশ্বস্তত কোনো ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার বা কোনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করলে সব কিছু হ্যাক হবার ঝুকি থাকে। তখন সাথে ফেইসবুক একাউন্ট ও হ্যাক হতে পারে। ৬৷ কম্পিউটারের ক্ষেত্রে কোনো ওয়েবপেইজ/ইমেইল বা লিংক ভিজিট এর সময় ক্লিক...
Durbar Bagerhat is your go-to source for stories that matter. We cover technology, AI, travel, lifestyle, and news from Bagerhat and beyond. Whether you're curious about the latest AI tools, exploring Bangladesh's hidden gems, or keeping up with local developments, you'll find thoughtful articles and practical insights here. We write for readers who value substance over hype. Join us for content that's worth your time.