বাগেরহাট স্মার্ট কর্মসংস্থান মেলা - ২০২৩
স্থান: জেলা পরিষদ অডিটোরিয়াম
শালতলা, বাগেরহাট, বৃহঃপতিবার, 12 মে ২০২৩, সকাল ১০:০০ মি.
প্রধান অতিথি: জুনাইদ আহমেদ পলক এমপি. মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
উদ্বোধক: শেখ সারহান নাসের তন্ময়, মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-২
কর্মসংস্থান সেমিনার যাদের জন্য আয়োজন
আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুণ-তরুণী
আকর্ষণসমূহ
ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা
ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে পরামর্শ ও টিপস
ফ্রিল্যান্সিং শুরুর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে ধারণা
সফল ফ্রিল্যান্সিং উদ্যোক্তাদের গল্প শোনার সুযোগ
কর্মসংস্থান মেলা ২০২৩ যাদের জন্য আয়োজন
কমপক্ষে স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী/চাকুরিপ্রার্থী
তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যতে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী
তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থী, তরুণ-তরুণী
আকৰ্ষণসমূহ
দেশের প্রথম মারির ১৬ টি আইসিটি কোম্পানির উপস্থিতি
পছন্দমত কোম্পানিতে আবেদন, তাৎক্ষণিক ইন্টারভিউ এবং
যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হবার সুযোগ
ক্যারিয়ার বিষয়ে পরামর্শ ও টিপস
তথ্যপ্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা
অংশগ্রহণের নিয়মাবলী-
নিজ নিজ কলেজ থেকে নিবন্ধন করতে হবে
চাকুরি উৎসবে কোম্পানিতে আবেদন করতে ছবিসহ প্রিন্টেড বায়োডাটা/ সিডি আনতে হবে চাকুরির আবেদন করতে সরাসরি স্টলে গিয়ে বায়োডাটা / সিডি জমাদিতে হবে. ভেন্যুতে প্রবেশের সময় ছবিযুক্ত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র / শিক্ষার্থী পরিচয়পত্র) দেখাতে হবে নিবন্ধিতদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার
আকৰ্ষণসমূহ :
১০ টি Laptop
১০ জন নারী উদ্যোক্তাদের অর্থ প্রদান
চাকুরির Appointment
ট্রেনিং-এর সুবিধা এবং অন্যান্য
#DIGITALBANGLADESH #Digit #ICTDIVISION #EDGE 21
Comments