বুথে ঢুকার পর জাতীয় পরিচয়পত্র চাইলেন পোলিং অফিসার। পরিচয়পত্র দেওয়ার পর তিনি একটি মেশিনে বাম হাতের বুড়ো আঙ্গুল চেপে ধরতে বলেন। প্রথমবারেই আঙুলের ছাপ মিলে গেল। এরপর এক পোলিং অফিসার ভোটার তালিকায় নামের পাশে টিপ দিতে বলেন। টিপ দেওয়ার পর আরেক পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেন।
এরপর গোপনকক্ষে ঢুকে ভোট দিতে বলা হয়। গোপনকক্ষে ঢুকে দেখলাম, ইলেকট্রনিক ব্যালট ইউনিটে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য তিনটি ব্যালট ইস্যু করা রয়েছে। প্রতিটি ব্যালট ইউনিটের স্ক্রিনে প্রার্থীদের নাম ও প্রতীক রয়েছে। প্রত্যেক প্রতীকের পাশে একটি করে সাদা বোতাম।
প্রথমে আমি মেয়রের ব্যালট প্যাডে পছন্দের প্রার্থীর প্রতীকের ডান পাশে সাদা বোতামে চাপ দেওয়ার পর স্ক্রিনে প্রার্থীর ছবি ভেসে উঠে। এরপর ব্যালট ইউনিটের নিচে ‘কনফার্ম’ লেখা সবুজ বোতামে চাপ দিতে বলা হয়। সেখানে চাপ দিলে ভোট দেওয়া সম্পন্ন হয়েছে বলে বলা হয়।
ঠিক একইভাবে সাধারণ কাউন্সিলর ও ৷ সংরক্ষিত কাউন্সিলর পদের ভোটও দিয়েছি।
#DhakaCityPolls #DNCC #DSCC
Comments
Post a Comment
Durbar Bagerhat