বাস্থ্য সচেতনতা বাড়াতে নারীদের নিয়ে মহাসড়কে এক ব্যতিক্রমী পদযাত্রা
পদযাত্রায় সহযোগিতা করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। পদযাত্রায় অংশ নেয়া হাঁটায় সেরা ১০ জন নারীকে পুরস্কৃত করা হয়। বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। অর্ধশতাধিক নারী এতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিজিয়া পারভীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী। সঞ্চালক ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামীম আচনু।
Comments