ফেসবুকে গোপন এমন কী আছে, যা বেশিরভাগ মানুষ জানে না? আছে অনেকগুলো, তারমধ্যে একটি

এটি যদি অন থাকে তাহলে আপনার ফোনের মাধ্যমে আপনি যত রকম ওয়েবসাইট ও এ্যাপ ব্যবহার করবেন সকল তথ্য ফেসবুকের কাছে চলে যাবে।

আপনার মনে হতে পারে, ফেসবুকের কাছে আমার তথ্য গেলে সমস্যা কী? আমি বলবো, সমস্যাতো অবশ্যই আছে, তবে তা নির্ভর করবে ব্যক্তিভেদে। ঝামেলার বিষয় হচ্ছে, আপনার প্রবেশ করা ওয়েবসাইট বা অ্যাপের এক্টিভিটির উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে বিভিন্ন এ্যাড দেখাবে, যেটা খুবই বিরক্তিকর। আর একটি সমস্যা বা বিপদ হতে পারে। চলুন জেনে নেই।
ধরুন কোনো কারনে আপনার ফেসবুকের একসেস অন্য কেউ নিয়ে নিল (হতে পারে অপরিচিত হ্যাকার বা আপনার কোনো পরিচিত ব্যক্তি)। এখন সে কিন্তু সহজেই আপনার প্রযুক্তি জগতের গতিবিধি বুঝতে পারবে। কারন, আপনি ফোনে বা ডিভাইসে যা যা করছেন ফেসবুকের ঐ অপশনে যেয়ে সব পাওয়া যাবে। সুতরাং, বুঝতেই পারছেন কতোটা বিপদজনক হতে পারে। আপনি নিজেই ঐ সেটিংসে যেয়ে দেখেন,বুঝতে পারবেন।তাই সময় থাকতে সাবধান থাকাটাই উচিত। আমি মনে করি, অফ ফেসবুক এক্টিভিটি বন্ধ করে রাখাটাই বুদ্ধিমানের কাজ।



সংযুক্তিঃ অফ ফেসবুক এক্টিভিটি বন্ধ করতে আপনার ফেসবুকের সেটিংয়ে যেয়ে নিচের ছবিতে দেখানো ধাপগুলো অনুসরণ করুন। 


ধন্যবাদ। 

https://www.facebook.com/faisalbsl21/

Comments

Popular posts from this blog

Once Again Sheikh Hasina

The Bright Future of Bangladesh with Sheikh Hasina

Meta AI Systems that Generate Images