*নিরাপদ সড়ক আন্দোলন- হাফ পাস আন্দোলনের ছায়ায় নুরু-পিনাকি-মান্না-বিএনপি গং;

"Durbar Bagerhat"---📝...;
"সম্প্রতি গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, হাফপাস চাওয়ায় ছাত্রী লাঞ্ছনার মতো বিষয় নিয়ে ঢাকার ছাত্রছাত্রীরা রাজপথে নেমে এসেছে। ২০১৮ সালের মতো এবারও যৌক্তিক আন্দোলনের ছায়ায় এসে ঠাই নিয়েছে বিএনপি-জামাত এবং দেশের রাজনীতিতে অবান্তর হয়ে যাওয়া কিছু ব্যক্তি; নুরুল হক নূর, মাহমুদুর রহমান মান্না এবং নাস্তিক পিনাকী ভট্টাচার্য।  রুখে দাঁড়াও- Stand Up নামের একটি পেজ থেকে গণভবন অভিমুখে পদযাত্রার কর্মসুচি ঘোষণা করা হয়েছে যে পেজটি ২০১৮ সালে জাতীয় নির্বাচন নিয়ে উস্কানিমুলক মন্তব্য করে পোস্ট করেছিল। সম্প্রতি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা মন্তব্য করেছে সরকার নাকি মেরেই ফেলছে খালেদা জিয়াকে। তাদের এটাও মন্তব্য বঙ্গবন্ধু নাকি জিয়াউর রহমানকে ভয় পেতেন। (News Bangladesh) 

এমন ধারনা যারা পোষণ করে, তারা কোন উদ্দেশ্য নিয়ে আন্দোলন করে সেটা আপনাদের বিচারের উপর ছেড়ে দিলাম। শুধু এতটুকু জেনে রাখা দরকার যে যারা বঙ্গবন্ধুকে নিয়ে গুজব রটায় তারা নির্দিষ্ট কোন এজেন্ডা ছাড়া মাঠে নামে না। বঙ্গবন্ধুর বিপক্ষে যারা তারা বাংলাদেশের পক্ষে থাকতে পারেনা। (Durbar Bagerhat) 

তাদের প্রধান উদ্দেশ্য সরকারকে বিপদে ফেলা আর শিক্ষার্থী ও সরকারকে মুখোমুখি দাঁড় করানো । 

এই ভন্ডদের মুখোশ খুলে দিন। (Durbar Bagerhat)

IamBangladesh 🇧🇩 🚦📝

#Durbarbagerhat #NewsNetwork #Blogspot #durbarbagerhat #Bagerhat #Sadar #bnp #Tips #awamileague #Google #Blogger #SheikhHasina #Politicts

Learn more: https://durbarbagerhat.blogspot.com/

Comments

Popular posts from this blog

Google I/O 2025: What to Expect - AI, Android, Pixel & Beyond!

CHATGPT‑5 is here: Features, use cases, and how to get started

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?