বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাগেরহাটে বিএনপি ও জামাত-শিবিরের মদদে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে "বিক্ষোভ মিছিল ও সমাবেশ" করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ।
রবিবার (৬ মার্চ) বিকাল ৩টায় বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিলটি রেলরোডস্থ দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারণ সম্পাদক সরদার মোঃ ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু,
উপ-দপ্তর সম্পাদক রতন নন্দী, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ও জামাত-শিবিরের মদদে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে দেশ বিরোধী চক্র। এটা কখনও মেনে নেওয়া হবে না। বাগেরহাটে কোন জামাত-বিএনপি ও শিবিরের আশ্রয় হবে না।
সকল দেশ বিরোধী চক্রকে প্রতিহত করবে ছাত্রলীগ। আসন্ন ২০২৩ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়ী করতে বাগেরহাট জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
Comments
Post a Comment
Durbar Bagerhat