বাগেরহাট সদর উপজেলার চুরামনি এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সংসদ সদস্য শেখ তন্ময়।
সোমবার বিকেলে তিনি মুজিবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এসব ঘর পরিদর্শন করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, শামীম আহসান আসনু চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান ও ইউপি সদস্য প্রদীপ সাহা বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি কৃষ্ণচুড়া বৃক্ষ রোপন করেন। এর আগে সংসদ সদস্য একই উপজেলার সুগন্ধি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর নেন। তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সদ্য জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরি পাওয়া শরীফুল ইসলামের ঘরে গিয়ে শরীফুল ও তার মায়ের খোঁজ খবর নেন এবং সৎ থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন। এ সময় শরীফুলসহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা সংসদ সদস্যের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। মুজিবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীণ ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলার চুড়ামনি এলাকায় ৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ৪শ’ বর্গফুটের প্রতিটি ঘর নির্মাণে ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে।
Durbar Bagerhat
Comments