Posts

Showing posts from July, 2022

Everything comes together, right now the phone-1 launch

Image
What is nothing-1 on the phone? The challenge of beating the iPhone, what is nothing in the phone? With the challenge of beating the iPhone, a new phone has arrived in the market! Nothing like the name, the phone battery-motherboard can be seen from the outside, from the phone's display to the camera, there is a touch of novelty everywhere, the special LED panel on the back, called the 'Glyph interface', for call notifications, battery charging and photo time. This panel will come in handy. With a transparent back design, such lighting is never seen before. There are two 50 megapixel cameras on the back of the phone. The main camera has Sony's IMX 766 sensor and the secondary camera is for taking wide-angle photos. In front of the phone, a 120 Hz refresh rate OLED display is protected by Corning Gorilla Glass 5. The mid-range chipset of the phone can disappoint the hardcore gamers. The manufacturer promises annual operating system updates and four years of security upda...

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে ঈদ উদযাপন করেছেন শেখ তন্ময় এমপি।

Image
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে সংসদ সদস্যের ঈদ, চাল ও গোশত বিতরণ চূড়ামণি, খানপুর, বাগেরহাট সদর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে ঈদ উদযাপন করেছেন শেখ তন্ময় এমপি। রবিবার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে বাগেরহাট সদর উপজেলার চুরমনি আশ্রয়ন প্রকল্পে পৌছান তিনি। সেখানে আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের সাথে নিয়ে গরু জবাই করেন। প্রতি পরিবারকে ১কেজি গরুর গোশত ও ১কেজি পোলাও চাল বিতরণ করেন। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন। পূর্ব নোটিশ ছাড়া ঈদের দিনে সংসদ সদস্যকে কাছে পেয়ে খুশি আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা। তারা বলেন, ঘর-বাড়ি ছাড়া খুবই অস...

পঙ্গুত্বের কাছে হার মানেনি সুমাইয়া

Image
পঙ্গুত্বের কাছে হার মানেনি সুমাইয়া ! অটুট মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুমাইয়া। by Durbar Bagerhat on July 04 জন্ম থেকে দুই পা নেই। তাতে কি হয়েছে, অটুট মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কলেজ পড়ুয়া সুমাইয়া। মায়ের কোলে চড়ে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে অধ্যায়নরত সুমাইয়া স্বপ্ন দেখছেন চাকরী করে হতদরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর। সুমাইয়ার বসতঘর ও সরকারি চাকরীর জন্য সহায়তার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যান্ত কচুবুনিয়া গ্রামের রিপন হাওলাদের মেয়ে সুমাইয়া (২২)। জন্ম থেকে দুই পা না থাকা সুমাইয়ার জীবন সংগ্রামের গল্প হার মানায় সিনেমাকেও। সকালে কলেজে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নেয় দুই পা না থাকা সুমাইয়া। এরপর ব্যাগ গুছিয়ে মায়ের কোলে চড়ে সুমাইয়ার যাত্রা কলেজের উদ্দেশ্যে। সাকোঁ ও সড়ক পথে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌছায় কলেজে। মেয়েকে কোলে নিয়ে মা যখন বেঞ্চে বসিয়ে দেয় সহপাঠিদের সাথে তখন খুনসুটিতে মেতে উঠে সুমাইয়া। তবে মেয়ের স্বপ্ন পূরণ করতে বর্গা চাষি বাবা আজ-অবধি তৈরি করতে পারেননি থ...