আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে ঈদ উদযাপন করেছেন শেখ তন্ময় এমপি।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে সংসদ সদস্যের ঈদ, চাল ও গোশত বিতরণ
চূড়ামণি, খানপুর, বাগেরহাট সদর
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে ঈদ উদযাপন করেছেন শেখ তন্ময় এমপি।
রবিবার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে বাগেরহাট সদর উপজেলার চুরমনি আশ্রয়ন প্রকল্পে পৌছান তিনি। সেখানে আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের সাথে নিয়ে গরু জবাই করেন। প্রতি পরিবারকে ১কেজি গরুর গোশত ও ১কেজি পোলাও চাল বিতরণ করেন।
এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন। পূর্ব নোটিশ ছাড়া ঈদের দিনে সংসদ সদস্যকে কাছে পেয়ে খুশি আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা। তারা বলেন, ঘর-বাড়ি ছাড়া খুবই অসহায় অবস্থায় থাকতাম। প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের দিনে না চাইতেই গোশত ও পোলাও চাল পেলাম। আমরা খুব খুশি হয়েছি। যারা আমাদের জন্য ব্যবস্থা করেছেন তাদের জন্য প্রান খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদের ভাল করেন। এদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে মুজিববর্ষ উপলক্ষে ঘর পাওয়া ২৫৩ জন দরিদ্র মানুষকে ১কেজি গরুর গোশত ও ১কেজি পোলাও চাল প্রদান করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের উপকার ভোগী গণের মধ্যে মাননীয় সংসদ সদস্য জনাব শেখ তন্ময় মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়. খানপুর চূড়ামণি আশ্রয়ণের ৫৩টি পরিবারসহ বাগেরহাট সদরের মোট ২০৫টি পরিবার কোরবানির গোশত ও পোলাও চাল পাচ্ছেন তাদের ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়ার জন্য ৷ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রাপ্ত মানুষগুলো পবিত্র ঈদের দিন বঙ্গবন্ধু পরিবারের সুযোগ্য সদস্য জনাব শেখ তন্ময় মহোদয়সহ বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজিজুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দের সাথে সেমাই-পায়েশ ও কোরবানী উপভোগ করতে পেরে ভীষণভাবে আনন্দিত ও উজ্জীবিত ৷
References
Durbar Bagerhat. (2022, July 12/07/2022). Durbar Bagerhat. Durbar Bagerhat. https://durbarbagerhat.blogspot.com
Work Cited
Durbar Bagerhat. “Durbar Bagerhat.” Durbar Bagerhat, Durbar Bagerhat, 12/07/2022 July 2022, https://durbarbagerhat.blogspot.com.
Comments