শহীদ মিনারে বাগেরহাট জেলা ছাত্রলীগের প্রদীপ প্রজ্বলন

শোকের মাসের প্রথম প্রহরে প্রদীপ জ্বালিয়ে বঙ্গবন্ধুকে স্মরন করলো বাগেরহাট জেলা ছাত্রলীগ। 

এক আগষ্ট রাত বারোটা এক মিনিটে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা জাতির পিতা সর্বকালের সেরা বাঙ্গালী বঙ্গবন্ধুকে স্মরন করে এক মিনিট নিরবতা পালন করে।


এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সহ সভাপতি সন্দীপ দাশ, আল আমিন হাওলাদার কাজী মনজুরুল হাসান উল্কা, অনিক সাহা, যুগ্ম সাধারন সম্পাদক জাকারিয়া মাসুদ অপু, সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ দাস গোপাল, নকীব বায়েজীদ, শেখ তাসবীর বাশার , শেখ তানজিরুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ তরিকুল ইসলাম পিয়াস, উপ প্রচার সম্পাদক জুয়েল হাসান সাদ্দাম, দপ্তর সম্পাদক মো. ফয়সাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্বল সাহা, সাধারন সম্পাদক রানা সরদারসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, বাঙ্গাণী জাতির স্বপ্ন, জাতির উন্নয়ন, দেশের উন্নয়নের ধারাকে নস্বাত করতে ১৫ আগষ্ট সর্বকালের সেরা বাঙ্গালী বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোদীরা হত্যা করে। শিশু রাসেলসহ পরিবারের সব সদস্য সেই নারকীয়তার শিকার হয়। আগষ্ট এলেই জানান দেয় বাঙ্গালীরা কোন সম্পদ হারিয়েছিলো ১৯৭৫ এ। বক্তারা প্রত্যয় ব্যাক্ত করেন বঙ্গবন্ধৃ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত থাকবে। পরে বঙ্গবন্ধু স্মরনে ছাত্রলীগের একটি মিছিল বাগেহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।



Comments

Popular posts from this blog

Google I/O 2025: What to Expect - AI, Android, Pixel & Beyond!

CHATGPT‑5 is here: Features, use cases, and how to get started

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?