বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সুমনকে তার পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
জেলা ছাত্রলীগের ইমেইল বার্তায় পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত পহেলা আগস্ট বাগেরহাটের মোরেলগঞ্জে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফইনাল খেলা চলাকালীন সভামঞ্চে উপস্থিত নেতৃবৃন্দের সামনে আব্দুল্লাহ আল সুমনসহ অনুসারীরা মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটুকে লাঞ্চিত করে। পরবর্তীতে উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের মারধর করে।
এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত চার সদস্যের তদন্তকারী টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের স্থানীয় লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা প্রমান পায়। তদন্ত দলের প্রতিবেদনের প্রেক্ষিতে আব্দুল্লাহ আল সুমনকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বলেন, ‘ অন্যায়ের সাথে আপোশহীন বাগেরহাট জেলা ছাত্রলীগ। দলীয় শৃঙ্খলা ভংগকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না’।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বলেন, মোরেলগঞ্জে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনাকাঙ্খিত ঘটনার ৭ দিনের মধ্যে তদন্তসাপেক্ষে জেলা ছাত্রলীগ দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহন করেছে। বাগেরহাট জেলা ছাত্রলীগের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে ভব্যিতেও এমন কঠোর হতে ছাত্রলীগ কখনো দ্বিধাবোধ করবে না।
Comments
Post a Comment
Durbar Bagerhat