বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি পি.সি. কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল।

জঙ্গী হামলার প্রতিবাদে বাগেরহাটে জেলা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

ইমরুল কায়েস পান্থ 

দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় মহামান্য হাইকোর্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদন্ডের আদেশ হওয়ায় আসামীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা ও দেশে জঙ্গী হামলার প্রতিবাদে ২৪শে জুলাই রোববার সকালে বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্দোগে সরকারি পি.সি. কলেজ ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলটি ছাত্র সংসদ কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে কামাক্ষাচরণ চত্তরে জাতীয় পতাকা তলে পথসভা করে।

পথসভায় বক্তারা অতিদ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানান সেইসাথে জঙ্গীবাদ ও সাম্প্রদায়ীকতামুক্ত বাংলাদেশ বিনির্মানে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রলীগের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান,সহ-সভাপতি মনজুর হাসান উল্কা,ইমরুল কায়েস পান্থ, সাংগঠণিক সম্পাদক মোঃ তাসবীর , দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল, প্রচার সম্পাদক পিয়াস, কলেজ ছাত্রলীগ সভাপতি ও ছাত্র সংসদের ভি.পি. মোঃ ইয়াছির আরাফাত নোমান, সাধারণ সম্পাদক অরুপ সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান আরমান, পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক মোঃ রানা সরদার, মুসলিম হল ছাত্রলীগ সভাপতি মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল ইসলাম, কামাক্ষাচরণ হল ছাত্রলীগ সভাপতি প্রসেণজিৎ মন্ডল, সাধারন সম্পাদক সুমন পাইক, ছাত্রী নিবাস সাধারণ সম্পাদক নিলুফা ইয়াছমিন, ছাত্রলীগ নেতা সরদার রাজিবুল হাচান, হাসান চৌধুরী নয়ন, সেলিম শেখ, শশী, জয়ন্ত দেবনাথ, তাপস রায়, জসীম শিকদার, মোঃ সিরাজুল ইসলাম, পুলক মজুমদার, লাভলী, সংগীতা, মোঃ শফিকুল ইসলাম আরমান, বাপ্পি, আব্দুর রহমান, জসিম, তনু, সৈকত সাহা, শিপন, জুয়েল প্রমূখ।


Comments

Popular posts from this blog

Google I/O 2025: What to Expect - AI, Android, Pixel & Beyond!

CHATGPT‑5 is here: Features, use cases, and how to get started

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?