যুবলীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের জন্য প্রস্তুত বাগেরহাট ।
আগামী ৩০ জুলাই বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে সফল করার লক্ষে বাগেরহাটে যুবলীগের ব্যপক প্রস্তুতি গ্রহন করেছে। বিকাল তিনটায় বাগেরহাট রেলরোডস্থ জেলা আওয়ামীলীগ অফিস চত্তরে আয়োজীত সমাবেশ অনুষ্ঠিত হবে। যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশকে কেন্দ্র করে ব্যনার ফেস্টুননে ছেয়ে গেছে সারা শহর। বিশেষ করে সন্ত্রাস বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শহরবাসীর নজর কেড়েছে।
শনিবার অনুষ্ঠিত সমাবেশে সভাতিত্ব করবেন জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ, পিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শফিকুল ইসলাম সফিক,সহ সম্পাদক মো. রবিউল আলম, শারমিন সুলতানা লিলি,সাবিহা খাতুন, মৃনাল কান্তি জোয়াদ্দার, সৈয়দ এহসানুল হক টুটুল, তারেক রায়হান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদ শেখ কামরুজ্জামান টুকুসহ ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।জেলা যুবলীগ নেতা লিটন সরকার ও হুমায়ুন কবির পলি জানান, ‘জেলার ৯টি উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে তা অভাবনীয়। বাগেরহাট জেলার এযাতকালের সবচেয়ে বড় যুব সমাবেশ হতে যাচ্ছে এটি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুবলীগের কঠোর অবস্থান ও নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হবে সমাবেশ থেকে।’জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাগেরহাটের পূন্যভুমিতে কখনোই সন্ত্রাসীদের ঠাই হবে না। প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেনেন্সের ঘোষনা দিয়েছেন, এই লক্ষ বাস্তবায়নে বাগেরহাট জেলা যুবলীগ সব সময় সজাগ রয়েছে।
Comments