Skip to main content

Posts

Showing posts from August, 2016

বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সুমনকে তার পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। জেলা ছাত্রলীগের ইমেইল বার্তায় পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত পহেলা আগস্ট বাগেরহাটের মোরেলগঞ্জে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফইনাল খেলা চলাকালীন সভামঞ্চে উপস্থিত নেতৃবৃন্দের সামনে আব্দুল্লাহ আল সুমনসহ অনুসারীরা মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটুকে লাঞ্চিত করে। পরবর্তীতে উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের মারধর করে। এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত চার সদস্যের তদন্তকারী টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের স্থানীয় লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা প্রমান পায়। তদন্ত দলের প্রতিবেদনের প্রেক্ষিতে আব্দুল্লাহ আল সুমনকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সধারন সম...

শুভ জন্মদিন "শেখ কামাল"

শেখ কামাল  ( ৫ অগাস্ট, ১৯৪৯ - ১৫ আগস্ট, ১৯৭৫) শেখ মুজিবুর রহমান  এর জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি  মহম্মদ আতাউল গণি ওসমানী র এডিসি হিসেবে কাজ করেন। [১]  ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন। তিনি  ঢাকা আবাহানী লিমিটেডের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট তিনি মৃত্যু বরণ করেন। জন্ম ও শিক্ষা সম্পাদনা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। শেখ কামাল শাহীন স্কুল থেকে ম্যাট্রিক এবং  ঢাকা কলেজ  থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এইচ, এস, সি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. (অনার্স) পাস করেন। যুদ্ধের পর তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এবং  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি  ছায়ানট  থেকে সেতার শিখেন। [২] মৃত্যু সম্পাদনা ১৫ আগস্ট ,  ১৯৭৫  সালে সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃ...

প্রেস বিজ্ঞপ্তি

                          প্রেস বিজ্ঞপ্তি সংগ্রামী সালাম গ্রহন করবেন। গত ১লা আগষ্ট ২০১৬ মোড়েলগঞ্জ এ সি.লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের মধ্যে যে অপ্রিতিকর  ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে  রিসাতুল ইসলাম (অরিন) যুগ্ম সাধারন সম্পাদক,বাগেরহাট জেলা ছাত্রলীগ কে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির অন্যান্য সদস্য নিম্নরূপ :-              তাসবীর বাশার          সাংগঠনিক সম্পাদক      বাগেরহাট জেলা ছাত্রলীগ         মোঃ ফয়সাল হোসেন               দপ্তর সম্পাদক       বাগেরহাট জেলা ছাত্রলীগ       তারিফ-উল ইসলাম (পিয়াস)          ...

"ছাত্র রাজনীতির ঐক্যে ছাত্রলীগের দায়ভার

আফরিন নুসরাত এটা সবাই জানেন, ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের শুধু ছাত্রসংগঠনই নয়, একই সঙ্গে সবচেয়ে নিকটতম আদর্শিক বন্ধুপ্রতিম সংগঠনও। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী এই সংগঠন সম্বন্ধে বলতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস’। অথচ কষ্ট হয় যখন দেখি, বিভিন্ন সময়ে এই সংগঠনটি তাদের নৈতিক ও কর্তব্যবোধ থেকে দূরে সরে গিয়ে জ্ঞানশূন্যতায় ভোগে। অগ্রজ আওয়ামী লীগ যখন রাষ্ট্রক্ষমতায় থাকে, তখন ছাত্রলীগের দায়িত্ববোধে যে জড়তা দেখা যায়, তা অনেকের মতো আমাকেও হতাশ করে। ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে তুলনা করা যেতে পারে একটা আদর্শিক রাজনৈতিক ‘স্কুল’ হিসেবে, যা বঙ্গবন্ধু ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুলের চত্বর পেরিয়েছে ৫২'র ভাষা আন্দোলন, ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-তে আইয়ুব খানের গণবিরোধী শিক্ষানীতির প্রতিরোধ, ৬৬'র ছয় দফা বাস্তবায়ন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর স্বাধীনতাযুদ্ধ ছাড়াও হাজারো আন্দোলন। স্বাধীনতা উত্তর প্রতিটা আন্দোলনের নেতৃত্বেই ছিল ছাত্রলীগ। জাতীয় নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে পরিচিত বর্তমান ছাত্রলীগের বিভিন্...

শহীদ মিনারে বাগেরহাট জেলা ছাত্রলীগের প্রদীপ প্রজ্বলন

শোকের মাসের প্রথম প্রহরে প্রদীপ জ্বালিয়ে বঙ্গবন্ধুকে স্মরন করলো বাগেরহাট জেলা ছাত্রলীগ।  এক আগষ্ট রাত বারোটা এক মিনিটে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা জাতির পিতা সর্বকালের সেরা বাঙ্গালী বঙ্গবন্ধুকে স্মরন করে এক মিনিট নিরবতা পালন করে। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সহ সভাপতি সন্দীপ দাশ, আল আমিন হাওলাদার কাজী মনজুরুল হাসান উল্কা, অনিক সাহা, যুগ্ম সাধারন সম্পাদক জাকারিয়া মাসুদ অপু, সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ দাস গোপাল, নকীব বায়েজীদ, শেখ তাসবীর বাশার , শেখ তানজিরুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ তরিকুল ইসলাম পিয়াস, উপ প্রচার সম্পাদক জুয়েল হাসান সাদ্দাম, দপ্তর সম্পাদক মো. ফয়সাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্বল সাহা, সাধারন সম্পাদক রানা সরদারসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাঙ্গাণী জাতির স্বপ্ন, জাতির উন্নয়ন, দেশের উন্নয়নের ধারাকে নস্বাত করতে ১৫ আগষ্ট সর্বকালের সেরা বাঙ্গালী বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোদীরা হত্যা করে। শিশু রাসেলসহ পরিবারের স...