বাগেরহাটে শোভা পাচ্ছে কাঠের তৈরি নান্দনিক কোরআন শরীফের রেহাল
Durbar Bagerhat
![]() |
কোরআন শরিফের রেহাল সাদৃশ্য ভাস্কর্য। |
বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত নান্দনিক পবিত্র কোরআন শরিফের রেহাল সাদৃশ্য ভাস্কর্য। বাগেরহাটের প্রত্যন্ত এলাকার ইউনিয়ন যাত্রাপুরে শোভা পাচ্ছে কোরআন শরিফের নান্দনিক রেহাল। ১৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।এ ছাড়া নানা সৃজনশীল কাজের দেখা মিলবে পরিষদ চত্বরে। আকর্ষণীয় ও ব্যতিক্রমী এই রেহালের ভাস্কর্যটি নির্মাণ করেন স্থানীয় চেয়ারম্যান। পরিষদ চত্বরে থাকা একটি অর্ধশতবর্ষী রেইনট্রি গাছ বজ্রপাতে জীবন হারায়। সেটি না কেটে এটাকে কাজে লাগাতে সৃজনশীল উদ্যোগ নেন তিনি। ২০২০ সালে নির্মাণকাজ শুরু হয়। খুলনা ও বরিশালের ৫ জন কাঠের কারিগর ৯ মাসের চেষ্টায় তৈরি করেন ১৫ ফুট উচ্চতার আকর্ষণীয় রেহালটি। যেখানে কোরআনের দুটি আয়াত, কালেমা তাইয়্যেবা এবং কালেমা শাহাদৎ লেখা রয়েছে।

Comments
Post a Comment
Durbar Bagerhat