বাগেরহাট জেলা যুবলীগের “বর্ধিত সভা” - ২০২১ অনুষ্ঠিত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দিনব্যাপী চলাকালীন অনুষ্ঠান বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন শোভাযাত্রার মাধ্যমে সভাস্থলে উপস্থিত হন। জেলা যুবলীগের আহ্ববায়ক সরদার নাসির উদ্দীনের সভাপতিত্বে দুপুরে বর্ধিত সভার মূল অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নবী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আগামী সংসদ নির্বাচনের মাঠে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে কোনো অপশক্তি ক্ষমতায় আসতে না পারে।’ শেখ সোহেল বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। এখন আমাদের দেশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রকারীরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখতে হবে।’© Durbar Bagerhat.
Comments
Post a Comment
Durbar Bagerhat