বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের 'বিজয় শোভাযাত্রা'
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম-সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, সহ বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Comments