শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করলেন বাগেরহাটের জেলা প্রশাসকঃ
শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করলেন বাগেরহাটের জেলা প্রশাসকঃ
বাড়িতে বাড়িতে জেলা প্রশাসন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন এবার ব্যাতিক্রমধর্মী আয়োজন করেছে শয্যাশায়ী ও অসুস্হ বীর মুক্তিযোদ্ধাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে শুভেচ্ছা বার্তা ফুল, উপহার হিসেবে কম্বল ও খাবার পৌঁছে দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আরও খবর দেখতে
তিনি গতকাল ১৫ই ডিসেম্বর ২০২১ বুধবার সকালে মুক্তিযোদ্ধাদের দুর্জয় ঘাঁটি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের অসুস্হ শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন এবং কুশল বিনিময় করেন। এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে তিনি বলেন আমরা জানতে পেরেছি অসুস্হতার কারনে অনেক বীর মুক্তিযোদ্ধাগণ বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তাই সিদ্ধান্ত নিই আমরা জাতির এই সূর্য সন্তানদের বাড়ী-বাড়ী গিয়ে শুভেচ্ছা বার্তা ফুল, উপহার হিসেবে কম্বল ও খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের শারিরিক খোঁজ খবর নেওয়ার তারই অংশ হিসেবে আমরা এই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের বাড়ীতে গিয়ে শুভেচ্ছা বার্তা, উপহার এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিই এবং শারিরীক খোঁজ খবর নিই এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময়ে আরও উপস্হিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুসাব্বেরুল ইসলাম, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম মোল্লা (সহঃ কমান্ডার,দপ্তর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড) এ বিষয়ে অসুস্হ বীর মুক্তিযোদ্ধা মোঃ জালালউদ্দিন বলেন, জেলা প্রশাসন তাঁদের যে সন্মাননা দিয়েছে তার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্হানীয় বীর মুক্তিযোদ্ধাগন ও এলাকাবাসী।
Comments